“গ্লোবাল আইটি চ্যালেন্জ এ বাংলাদেশের সাফল্য” ওয়ার্ল্ড আইটির ছাত্রের বিশ্ব জয়।
দক্ষিন কোরিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল আইটি চ্যালেন্জ-২০১৯ এর শ্রবন প্রতিবন্ধী ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম পুরস্কার লাভ করেছে। পুরস্কারটি অর্জন করেছে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ডের সুযোগ্য ছাত্র “ফারহান ইকবাল’’। গত ২৮ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। তরুন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য গ্লোবাল আইটি চ্যালেন্জ-২০১৯ দক্ষিন কোরিয়ার বুসানে পুকইয়ং ইউনিভার্সিটিতে ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছিল। শ্রবন, স্বাভাবিক বিকাশ, দৃষ্টি ও শরীরিক প্রতিবন্ধি এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল।এ বছর যুক্তরাজ্য, দক্ষিন কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ ২০ টি দেশের প্রায় তিন শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে প্রথম পুরস্কারটি অর্জন করেছে ফারহান। তার নিরলস প্রচেষ্টা ও কম্পিউটার ওয়ার্ল্ডের প্রশিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারনে আজ তার এই সাফল্য। ফারহানের পুরষ্কার প্রাপ্তির খবরটি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন তার এই সাফল্যে অত্যন্ত গর্বিত।